× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাটারদের দায় দেখছেন তামিম

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ জানুয়ারি ২০২২, বুধবার

মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার সঙ্গে নাঈম শেখ, মোহাম্মদ শাহজাদ, আন্দ্রে রাসেল, রুবেল হোসেনদের মতো নিয়মিত পারফরমারদের নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে মিনিস্টার ঢাকা। কিন্তু এতসব তারকা নিয়েও এখন পর্যন্ত নিজেদের স্বরূপ দেখাতে পারছে না দলটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার প্রথম পর্বে খেলা চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। গতকাল কাগজে-কলমে তুলনামূলক দুর্বল দল সিলেট সানরাইজার্সের কাছে ৭ উইকেটে হেরেছে দলটি। দলের এমন হারে হতাশ দলটির অন্যতম সিনিয়র তারকা তামিম ইকবাল। ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক বলেন, আমরা ভালো ক্রিকেট খেলছি না। চার ম্যাচের মধ্যে যেটা জিতেছি সেটা ভাগ্যক্রমে জিতেছি। এমন না যে আমরা ভালো খেলেছি, বোলিংটা ভালো ছিল, কিন্তু ব্যাটিং তেমন একটা ভালো ছিল না।
এটাই কারণ। এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে লাভ নেই। অন্য দিনে সকালের উইকেটের তুলনায় আজকেরটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।
প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় প্লে-অফের সমীকরণ বেশ কঠিন হয়ে গেল ঢাকার জন্য। বাকি থাকা ছয় ম্যাচে অন্তত ৪টি জিততেই হবে তাদের। এরপর আবার তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। বাস্তবতা মেনে নিয়ে পরের ম্যাচগুলোর দিকেই তাকাচ্ছেন তামিম। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে ১ জয়। বাকি ৬ ম্যাচে বেশিরভাগই জিততে হবে। হয়তো আরও ৪টি জিততে হবে কোয়ালিফাই করতে। আমাদের সামনে কঠিন পথ, তবে অসম্ভব নয়। আমরা ভালো দল, কোয়ালিটি প্লেয়ার আছে। কিন্তু দল হিসেবে পারফর্ম করতে পারছি না।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর