ঢাকা, ২৬ মে ২০২২, বৃহস্পতিবার , ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ শওয়াল ১৪৪৩ হিঃ
কুড়িগ্রামে দুর্নীতি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাংলারজমিন
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২৬ জানুয়ারি ২০২২, বুধবার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে তার বাসভবন থেকে তাকে দুর্নীতি মামলায় আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদুক) এর একটি মামলায় পাথরডুবি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।