ঢাকা, ২৬ মে ২০২২, বৃহস্পতিবার , ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ২৪ শওয়াল ১৪৪৩ হিঃ
ফুলতলায় সন্ত্রাস নির্মূল কমিটির সংবাদ সম্মেলন
বাংলারজমিন
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, বুধবার
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি মিলটন, জাকারিয়া, জাফরিনসহ খুনি সন্ত্রাসীরা আদালত থেকে জামিনে এসে পুনরায় এলাকার সাধারণ মানুষের ভয়ভীতি প্রদর্শন, নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শহীদ স্মৃতি চত্বরে সংবাদ সম্মেলন করেছেন মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটি। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ পরিবারের পক্ষে হাফেজ মো. মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম, মশিয়ালী সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ, সদস্য সচিব আ. সালাম গাজী, মুনতাজ গাজী প্রমুখ।