শেষের পাতা

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ব্যাংকারদের চাকরিচ্যুত করা যাবে না

স্টাফ রিপোর্টার

২০২২-০১-২৬

সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। এ ছাড়া অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা পদত্যাগে বাধ্য না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ 
সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে গত ব"হস্পতিবার এক প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নির্ধারিত ল্য অর্জন করতে না পারলে বা অদতার অজুহাতে কর্মীদের চাকরি থেকে বাদ দেয়া যাবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে এনিয়ে ব্যাংক খাতে বিতর্ক তৈরি হওয়ায় নতুন প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগের নির্দেশনা সার্বিকভাবে বিশ্লেষণ না করে কোনো কোনো পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা দিয়েছে। স"ষ্ট বিভ্রান্তি দূর করতে এবং উক্ত সার্কুলারের নির্দেশনা স্পষ্ট করার ল্যে এ মর্মে জানানো যা"েছ যে, অদতার কারণে চাকরিচ্যুত করা যাবে না বা অদদের পদোন্নতি দিতে হবে এ ধরনের নির্দেশনা সার্কুলারের কোথাও বলা হয়নি। সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা ও বিধিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধও আরোপ করা হয়নি।
তবে শুধুমাত্র আমানত সংগ্রহের ল্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনোরূপ প্রমাণিত অভিযোগ ছাড়াই অদতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
গত ব"হস্পতিবারের প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসিস্ট্যান্ট অফিসার বা ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার বা ট্রেইনি এসিস্ট্যান্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা তা যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত কর্মকর্তাদের শিানবিশকালে ন্যূনতম বেতন হবে ২৮ হাজার টাকা। শিানবিশকাল শেষে এ ধরনের ব্যাংক কর্মকর্তাদের শুরুর মূল বেতনসহ ন্যূনতম মোট বেতন-ভাতা হবে ৩৯ হাজার টাকা। পাশাপাশি নির্ধারিত ল্য অর্জন করতে না পারলে বা অদতার অজুহাতে কর্মীদের চাকরি থেকে বাদ দেয়া যাবে না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status