× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

স্লোভাকিয়ায় আকাশে উড়ার অনুমতি পেলো ‘এয়ারকার’

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) জানুয়ারি ২৬, ২০২২, বুধবার, ৫:৫৪ অপরাহ্ন

স্লোভাকিয়ায় আকাশে ওড়ার অনুমতি পেয়েছে উড়ন্ত গাড়ি। দেশটির হাইব্রিড গাড়ি নির্মাতা ক্লাইনভিশনের গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে দেশটির পরিবহণ সংস্থা৷ তবে এখনো এটি বাণিজ্যিকভাবে কাজ শুরু করতে পারবে না। এ জন্য তাদের ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদন পেতে হবে৷

ডয়চে ভেলের খবরে জানানো হয়, ওই গাড়ির নাম দেয়া হয়েছে ‘এয়ারকার’। হাইব্রিড এই বাহনটি রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে৷ তবে আকাশে উড়ার আগে তিন মিনিট সময় লাগে গাড়িকে বিমানের মতো আকৃতি দিতে। শুধুমাত্র একটি বোতামে চাপ দিয়ে রূপান্তরের কাজটি শুরু করা যায়৷  আকাশে ওড়ার অনুমতি পেতে এয়ারকারকে পরীক্ষামূলকভাবে প্রায় ৭০ ঘণ্টা উড়তে হয়েছে৷ এই সময় ২০০ বারের বেশি টেকঅফ ও ল্যান্ডিং করেছে সেটি৷

কোম্পানিটি জানিয়েছে, আকাশে ওড়ার জন্য এয়ারকারের মাত্র ৩০০ মিটার রানওয়ে প্রয়োজন৷ ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে এয়ারকার৷ যেতে পারে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত৷ ২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ প্রদর্শন করেছিল উবার৷ জার্মানির ফ্লায়িং-ট্যাক্সি স্টার্টআপ ‘লিলিয়ুম' এখন পর্যন্ত ৩৭৫ মিলিয়ন ডলার বা তিন হাজার ২২৪ কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করেছে৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর