বিনোদন
তাদের ‘৯ এপ্রিল’
স্টাফ রিপোর্টার
২০২২-০১-২৭
লোভ ও ক্ষমতার অপব্যবহার করে নৃশংস এক খুনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, তমা মির্জা, ত্রপা মজুমদারসহ অনেকে। ইতিমধ্যে সিরিজটির টিজার মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন কৌশিক শংকর দাস। ৬ পর্বের এই সিরিজটি চলতি মাসের শেষ নাগাদ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরমটিতে মুক্তি পাবে। নির্মাতা কৌশিক শংকর দাস বলেন, সবাই মিলে চেষ্টা করেছি গল্পটিকে সুন্দর করে ফুটিয়ে তুলে দর্শকদের ভালো একটি কাজ উপহার দেয়ার। আমরা বিশ্বাস করি, ওয়েব সিরিজটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।