বাংলারজমিন

মানিকগঞ্জে করোনা শনাক্তের হার উদ্বেগজনক

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২০২২-০১-২৭

জেলার সাতটি উপজেলাতেই উদ্বেগজনকভাবে বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪শে জানুয়ারি সংক্রমণের হার ছিল ২৩ দশমিক ০৭ শতাংশ, ২৫শে জানুয়ারি ৩১ দশমিক ২৯ শতাংশ এবং গতকাল পর্যন্ত তা দাঁড়িয়েছে ৪৫ শতাংশে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন ব্যক্তি কোভিড-১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। জেলায় মোট সংক্রমণ ৮৫৮০-এ উন্নীত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২৮ জন সদর উপজেলার, ঘিওরের ছয়জন, হরিরামপুরের তিনজন, সাটুরিয়ার চারজন, সিংগাইরের আটজন, দৌলতপুরের দু’জন এবং শিবালয়ে চার জন।
জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে যে, এই সময়ের মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষার পরে ৫৫টি নতুন পজেটিভ কেস পাওয়া গেছে, যা সংক্রমণের হার ৪৫ শতাংশ দেখাচ্ছে। মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওনক মুশরাফি জানান, ৫০২৫০টি নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত জেলায় মোট ৮৫৮০ জন রোগী কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১১১ জন। ডা. রওনক মুশরাফি আরও জানিয়েছেন, জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১২৬ জন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status