× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পর্যালোচনা সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও গণশুনানি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এ সভার আয়োজন করে। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক। ফোরাম সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রাথমিক শিক্ষা বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মো. এনামুল হক খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. এমদাদুল হক, জেলা শহরের হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম লাভলু, প্রধান শিক্ষক অঞ্জলী রানী দাস, গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলী, অষ্টগ্রামের ভাতশালা গ্রামের কৃষক মফিল উদ্দিন প্রমুখ। এতে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বৃটিশ কাউন্সিলের প্লাটফরমস ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মো. নূরে আলম, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রতিনিধি অংশ নেন। সভায় কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিভিন্ন সমস্যা, সমস্যার কারণ ও প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়।
এ ছাড়া এখানকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর