বাংলারজমিন

জলঢাকায় সমলয় পদ্ধতিতে যান্ত্রিকভাবে বোরো রোপণের উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

২০২২-০১-২৭

চলতি ২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে বোরো ধানে সমলয় চাষাবাদ শুরু হয়েছে। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহারের মাধ্যমে ৫০ একর জমিতে একই সময়ে ট্রেতে বীজ বপন, চারা রোপণ এবং ফসল কর্তনের মাধ্যমে কৃষকের যেমন উৎপাদন খরচ কমবে তেমনি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে উল্লেখ করে  বুধবার রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর  নীলফামারীর উপ-পরিচালক আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, রংপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি অফিসার কৃষিবিদ  শাহাদৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান সহ কৃষক কৃষাণীরা। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ মীর হসান আল বান্নার সঞ্চালনায় বক্তারা বলেন, সরকার কৃষি উন্নয়নে ভর্তুকি দিয়ে ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে যাতে করে কম খরচে ধান অঙ্কুরিত করা যায় সে বিষয়ের উপর আলোকপাত করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status