× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়ালকে ফুটবলার দেবে না ব্রাজিল

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার

দুর্দান্ত রিয়াল মাদ্রিদ দিব্যি উড়ছে ডানা মেলে। চ্যাম্পিয়নস লীগ, স্প্যানিশ লা লিগা কিংবা কোপা দেলরে- লস ব্লাঙ্কোদের দাপট সবখানেই। রিয়ালের দাপটের পেছনে প্রত্যক্ষভাবে জড়িত চার ব্রাজিলিয়ানের অবদান। মাঝ মাঠের নির্ভীক সৈনিক কাসেমিরো, আক্রমণে ভিনিসিউস জুনিয়র এবং রদ্রিগোর অনবদ্যতা আর রক্ষণে এদের মিলিতাওয়ের নৈপুণ্য। তবে কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না এই নিয়মিত চার খেলোয়াড়কে!

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে ক্লাব ছেড়েছে রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ রাত ৩টায় ইকুয়েডরের মোকাবিলা করবে ব্রাজিল। আর দ্বিতীয় ম্যাচটি ২ ফেব্রুয়ারি, প্যারাগুয়ের বিপক্ষে। এদিকে আগামী ৪ঠা ফেব্রুয়ারি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেলরের ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।
সেই ম্যাচের আগে প্রস্তুতি নিতে চার ব্রাজিলিয়ানকে তাদের প্রথম ম্যাচের পরই স্পেনে ফেরত আনতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ, অনুরোধ করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)। তবে রিয়ালের আবেদন মঞ্জুর করেনি ব্রাজিল। দুই ম্যাচ খেলার পরই জাতীয় দলের স্কোয়াড ত্যাগ করতে পারবেন কাসেমিরো-ভিনিসিউসরা।

সিবিএফের পরিচালক জুনিনহো স্থানীয় এক রেডিওতে বলেছেন, ‘আমরা খেলোয়াড়দের ছাড়ছি না। ফিফার বিরতি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে তাদের।’
তবে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপরও নির্ভর করছে রিয়াল মাদ্রিদের ভাগ্য। প্রথম ম্যাচে কেউ ভালো না করলে দ্বিতীয়টিতে তাকে একাদশে নেয়া হবে না বলে জানিয়েছেন সিবিএফ লিডার জুনিনহো। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে তাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে কি না।’

শুধু রিয়াল মাদ্রিদই নয়, অন্যান্য ক্লাবও তাদের খেলোয়াড় ফিরিয়ে নিতে অনুরোধ করেছিল সিবিএফকে। তবে নিজেদের সিদ্ধান্ত অটল ব্রাজিল ফুটবল ফেডারেশন। জুনিনহো বলেন, ‘খেলোয়াড়রা শেষ পর্যন্ত (২ ফেব্রুয়ারি) আমাদের সঙ্গে থাকবে। তাদের ছেড়ে দেয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। আমরা এরকম কোনো নজির স্থাপন করতে পারি না। অন্যান্য ক্লাবের কাছ থেকেও আমাদের কাছে অনুরোধ ছিল।’

জুনিনহো বলেন, ‘খেলোয়াড়দের আমরা কয়েকটা দিনই পাই। এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। কারণ বিশ্বকাপের প্রস্তুতি এখন শুরু হয়ে গেছে।’
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। ১৩ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সেলেসাওরা। ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর