অনলাইন
করোনায় আক্রান্ত বনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২০২২-০১-২৭
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রীর কোভিড ১৯ এর উপসর্গ থাকায় গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর,বি) নমুনা দেওয়া হয়। আজ রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতিপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ই আগস্ট হতে ২০শে আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ইতিপূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১২ই আগস্ট হতে ২০শে আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।