× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘দক্ষ জনবল না থাকায় এনআইডিতে কিছু ভুল রয়ে গেছে’

অনলাইন

অনলাইন ডেস্ক
(২ বছর আগে) জানুয়ারি ২৭, ২০২২, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন

প্রয়োজনীয় দক্ষ টেকনিক্যাল জনবল না থাকায় এবং সময় স্বল্পতার কারণে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) প্রাথমিক পর্যায়ে কিছু ভুল-ভ্রান্তি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। অধিকাংশ ভুল বানানজনিত বলে জানান তিনি।

আজ সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আইনমন্ত্রী বলেন, ২০০৭-০৮ সালে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় নাগরিকদের বায়োমেট্রিক্স সংগ্রহ করে জাতীয়ভাবে ভোটার ডাটাবেইজ গড়ে তোলা হয়। বিভিন্ন পর্যায়ে জাতীয় তথ্য ভা-ারে পরিলক্ষিত ভুলগুলোর বিষয়ে আইন ও বিধি অনুসারে নির্বাচন কমিশন কর্তৃক সংশোধনের সুযোগ প্রদান করা হলেও বিভিন্ন কারণে অনেকেই যথাসময়ে ওই সুযোগ গ্রহণ করেননি। বর্তমানে জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের ক্ষেত্রে দেশের নাগরিকরা সচেতন হওয়ায় ভুলের পরিমাণ তুলনামূলক কম।

আইনমন্ত্রী বলেন, ২০১২ সাল হতে এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের সকল ক্ষেত্রে ভোটারের নিবন্ধন ফরম কেন্দ্রীয় তথ্য ভা-ারে সংরক্ষণ করা হচ্ছে। এতে দেখা গেছে, এনআইডি সঠিকভাবেই মুদ্রিত হয়েছে। অপরদিকে সংশোধনের জন্য প্রাপ্ত আবেদনের অধিকাংশই সংশোধনের চাহিদা অনুযায়ী যুক্তিসংগত নয়। এসব আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে যথাযথ প্রমাণপত্র দলিলাদি দাখিলসহ ক্ষেত্রবিশেষ তদন্ত বা পুনঃতদন্তের প্রয়োজন পড়ে।
এসকল আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগে।

মাঠপর্যায়ের বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তাদেরকে এ সেবার সঙ্গে সম্পৃক্ত করে একটি অত্যাধুনিক অনলাইন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে (www.services.nidw.gov.bd)। পাশাপাশি অফলাইন ব্যবস্থাও চালু রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অনলাইন ব্যবস্থা চালুকরণের ফলে আবেদনকারী ঘরে বসেই তার এনআইডি কার্ড সংশোধনের আবেদন করতে সক্ষম হচ্ছেন এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে সেটিও ট্র্যাকিং করতে পারছেন। এনআইডি সংশোধনের আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর সংশোধিত কার্ডটি অনলাইনে ডাউনলোড করার মাধ্যমে নিয়েই প্রিন্ট করতে সক্ষম হচ্ছেন। আবেদনকারী সশরীরে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গেলেও আবেদন গ্রহণ করা হয়ে থাকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
Munir Hossain
২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার, ১০:২৪

দক্ষ জনবল দেশে অনেক আছে। কিন্তু আপনারা তু তাদেরকে কাজে লাগাবেন না। আপনারা খুজে খুজে আপনাদের তথাকথিত সোনার ছেলেদের কে কাজ দিয়ে লুটপাট করার সুযোগ দিবেন

Nam Nai
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৭:২৩

He wants to bring people from his masterland, India.

amir
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৫:২১

প্রয়োজনীয় দক্ষ টেকনিক্যাল জনবল না থাকায় .. জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) প্রাথমিক পর্যায়ে কিছু ভুল-ভ্রান্তি রয়ে গেছে---যে দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক কাজের জন্য দ্বারে দ্বারে ঘুরছে সেখানে জনবল নেই এই যুক্তি একেবারেই অগ্রহণযোগ্য।

salim khan
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৪:৪১

কিছু ভুল না। ৯৯% ভুল। দক্ষ বলতে কি বুঝাচ্ছেন? মানুষের নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি লিখতে কতটুকু দক্ষতা লাগে? আচ্ছা ভুল হয়ে গেছে, তো এখন ঠিক করে দিলেই হলো। কিভাবে ঠিক করা যায় সে ব্যবস্থা করা দরকার। কিন্তু এমন সীমাহীন হয়রানি করার কি দরকার ছিল? মোটা অংককের টাকা দাবি। ২ হাজার, ৩ হাজার, ৫ হাজার, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে ইত্যাদি হয়রানি কেন করা হচ্ছে। আমি তো মনে করি যে ভুলগুলো হয়েছে সেগুলা ইচ্ছে করেই করা হয়েছে। আমি জানি না মাননীয় মন্ত্রী মহোদয় ভুলগুলো দেখেছেন কিনা বা দেখলে কয়টা দেখেছেন? আমি যতগুলো দেখেছি সে হিসাবে আমার মনে হয়েছে যে এগুলো ইচ্ছে করে করা হয়েছে যাতে জনগণকে হয়রানি করে টাকা কমানোর ধান্ধা করা যায়। না হয় এধরণের ভুল হওয়ার কথা না। যা হউক। যা হয়ে গেছে গেছে। সামনে যেন বিনা হয়রানিতে এবং বিনা পয়সায় জনগণ ভুলগুলো শোধরানোর সুযোগ পায় এটাই কামনা করি।

Shahab
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ২:০৮

Why you are wanting? Take from India.

অন্যান্য খবর