ঢাকা, ২৩ মে ২০২২, সোমবার , ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ২১ শওয়াল ১৪৪৩ হিঃ
নতুন নাটকে কেয়া পায়েল
বিনোদন
স্টাফ রিপোর্টার
২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার
নতুন নাটকে অভিনয়ে করেছেন অভিনেত্রী কেয়া পায়েল। গোলাম সারোয়ার অনিকের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এসআর মজুমদার। নাটকের নাম ‘মামা ভাগ্নে ৪২০’। এতে কেয়া পায়েল ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, জোভান, শাহবাজ সানী, তনুশ্রী তন্বী প্রমুখ। ‘মামা ভাগ্নে ৪২০’ নাটকটি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে।