× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সরিষাবাড়ীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলারজমিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার

জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর আব্দুল লতিফ ওরফে নোতি পাগলা (৬০) নামে এক হাঁস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া যমুনার শাখা নদীর উপর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে পৌরসভার ঝালুপাড়া হেলিপ্যাড এলাকার মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে। তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, লতিফুর রহমান সরিষাবাড়ী ঝালুপাড়া হেলিপ্যাড এলাকায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরেই উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগি কেনাবেচা করে থাকেন। গত বুধবার দুপুর ২টার দিকে কিছু হাঁস কিনে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের উপর বসেছিলেন। এ সময় একটি হাঁস ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়, হাঁসটিকে ধরার জন্য তিনি পানিতে নেমে পড়েন। কিন্তু পানিতে নামার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রইছ উদ্দিন ও জামালপুরের ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যান। গতকাল সকালে স্থানীয় জেলেরা ব্রিজের দ্বিতীয় স্পেনে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর