× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট মহানগর বিএনপি’র আলোচনা সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার

সিলেট মহানগর বিএনপি’র উদ্যোগে বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস উপলক্ষে গতকাল সকাল ১১টায় মহানগর বিএনপি’র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির  সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, যে আশা ও আকাঙক্ষা নিয়ে এ অঞ্চলের মানুষ এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছিল, স্বাধীনতার পরপর তৎকালীন শাসকগোষ্ঠীর অত্যাচার, অনাচার, গুম-খুন, লুটপাট আর দেশ চালনায় সম্পূর্ণ ব্যর্থতার কারণে সদ্য স্বাধীন রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তখনকার আওয়ামী শাষকগোষ্ঠী স্বাধীনতার মূল চেতনা বাক-ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা রহিত করে ও গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। তার পরিণতি রাষ্ট্রকে চরম মূল্য দিয়ে চুকাতে হয়েছিল। মহানগর বিএনপির সদস্য আফজল উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ চৌধুরী খসরু, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মুকুল আহমদ মুর্শেদ, মাহবুব চৌধুরী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, আক্তার রশিদ চৌধুরী, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মির্জা বেলায়েত হোসেন লিটন, লল্লিক আহমদ চৌধুরী, খসরুজ্জামান খসরু, নুরুল মুমিন চৌধুরী খোকন, মুফতি নেহাল উদ্দিন, আব্দুল জব্বার তুতু, মামুনুর রহমান মামুন, আব্দুল হাকিম, সেলিম আহমদ মাহমুদ, ফয়সল মাহমুদ, ছাব্বির আহমদ, মোতাহার আলী মাখন, তাজউদ্দিন মাসুম, সুফিয়ান আহমদ, রফিকুল ইসলাম, আরিফ আহমদ, মনজুর হোসেন মজনু, দেলোয়ার হোসেন রানা, উজ্জ্বল রঞ্জন চন্দ, তৈমুর হোসেন বিপুল প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর