× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান, অফিস সহকারী আটক

বাংলারজমিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, শুক্রবার

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে। অভিযানে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীকে আটক করেছে দুদক। গত বুধবার বিকাল ৫টা থেকে রাত প্রায় পৌনে ১০টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এ অভিযান চালায়। জানা গেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের অভিযানিক দল দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালায়। এ সময় তারা অফিসের প্রধান দরজায় তালা মেরে অফিসের ভেতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৫ ঘন্টা ধরে চালানো অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর ড্রয়ার থেকে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মুন্নীকে আটক করে দৌলতপুর থানা হেফাজতে রাখে। অভিযান চলাকালে দৌলতপুর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহসহ অফিসের সকলকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া। তবে সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছে গত বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি হয়েছে।
রেজিস্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর হেফাজতে ছিল। পরবর্তীতে রশিদ কেটে টাকাগুলো সরকারি কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসবাদ করা হবে। এরসঙ্গে আরও কেউ জড়িত থাকলে পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবিদ হাসান বলেন, দুদক একজন আসামি আমাদের হেফাজতে রেখে গেছেন। গতকাল তাকে নিয়ে যাবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর