বাংলারজমিন
নবাবগঞ্জে ৭ পলাতক আসামি গ্রেপ্তার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২০২২-০১-২৮
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার জগন্নাথপুর (জিয়াকাঠাল) গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. আলী হোসেন (৩৫), টঙ্গী পশ্চিম পাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মাছিদুল ইসলাম (৩২), ভেবটগাড়ী গ্রামের মৃত আ. কাদেরের ছেলে রহেদুল ইসলাম (৪০), কুশদহ গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩৫), কাঁচদহ (হিন্দুপাড়া) গ্রামের মৃত কুলোদা বর্মণের ছেলে কুমদ চন্দ্র (৫০), আহম্মদনগর গ্রামের আ. রহমানের ছেলে আব্দুল রোহেদ (৩৫) ও ফতেপুর মাড়াষ গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মোহাম্মদ আলম (৪০)।