বিশ্বজমিন

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়ালো ৫৬ লাখ ৩৫ হাজার, শনাক্ত ৩৬ কোটি ৫৬ লাখ

মানবজমিন ডেস্ক

২০২২-০১-২৮

করোনার তৃতীয় ঢেউ চলছে। কোথাও কোথাও তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরইমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে মানুষ, বাড়ছে মৃত্যুও। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৫৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে এ সময়ে শনাক্ত হয়েছে ৩৬ কোটি ৫৬ লাখের উপরে।

সবশেষ গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ১০ হাজার ১৭৩ জন এবং শনাক্ত হয়েছেন ৩৭ লাখ ৯০ হাজার ৫৬৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ১১ হাজার ৫৭৫ জন এবং শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ৮৪ হাজার ৮১৯ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে ৪ কোটি ৩ লাখ ৭১ হাজার ৫০০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৯১ হাজার ৭০০ জন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status