খেলা

বিপিএল

খুলনাকে ১৪৪ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

২০২২-০১-২৮

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে মেহেদী হাসান মিরাজের দল।
টসে হেরে ব্যাট করতে নেমে বাজে শুরু করে চট্টগ্রাম। দলীয় ৩ রানে ফেরেন ওপেনার কেনার লুইস। ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন এই ব্যাটার। শুরুর ধাক্কা সামলে উইল জ্যাকস ও আফিফ হোসেন মিলে ৫৭ রানের জুটি গড়েন। জ্যাকস ২৮ রানে আউট হলে ভাঙে জুটিটি।
দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন আফিফ। ফরহাদ রেজার বলে আউট হওয়ার আগে আফিফ ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কা হাঁকান। এছাড়া নাঈম ইসলাম ১৯ বলে ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন।
খুলনার থিসারা পেরেরা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status