বাংলারজমিন

কিশোরগঞ্জে সিপিবি’র দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০২২-০১-২৯

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির দ্বাদশ জেলা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সকালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী মঞ্চে সম্মেলন উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান। জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে সিপিবি’র কেন্দ্রীয় সংগঠক ডা. আবিদ হোসেন, জেলা সিপিবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. এনামুল হক ইদ্রিছ ও সিরাজুল ইসলাম সাত্তার, কটিয়াদী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু প্রমুখ বক্তব্য রাখেন। সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুর রহমান রুমী, সেলিম উদ্দিন খান, এডভোকেট এনামুল হক, সিপিবি নেতা এডভোকেট হাসান ইমাম রঞ্জু, নূরুল হুদা দুলাল, অধ্যাপক ফরিদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধনের আগে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জাগরণী সংগীত পরিবেশন করেন। পরে বিকালে জেলা আইনজীবী সমিতি হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ১০৮ জন কাউন্সিলর নির্বাচনে অংশ নেন। সম্মেলনে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র অভিমুখী বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে দ্বি-দলীয় রাজনীতির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার জন্য সিপিবির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status