বাংলারজমিন
নবাবগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২০২২-০১-২৯
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরিদ উদ্দিন। গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে সাংবাদিকদের ডেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
ফরিদ উদ্দিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাহ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিশ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন দেওয়ান, চেয়ারম্যান এডভোকেট শাফিল উদ্দিন মিয়া, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান, এডভোকেট ইমরান হোসেন, এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাকিব পত্তন্দার প্রমুখ।
ফরিদ উদ্দিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাহ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিশ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন দেওয়ান, চেয়ারম্যান এডভোকেট শাফিল উদ্দিন মিয়া, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান, এডভোকেট ইমরান হোসেন, এডভোকেট কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাকিব পত্তন্দার প্রমুখ।