বাংলারজমিন
বাউফলে স্বতন্ত্র প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা ও হামলা, আহত ৫
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
২০২২-০১-২৯
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এড. এনামুল হকের ঘোড়া মার্কার প্রচার-প্রচারণা চালানোর সময় নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন ব্যাপারীর কর্মী-সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে ছোট ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময়ে মো. জহিরুল্লাহ (৩০) ও মঞ্জু (২৫)সহ কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হয়েছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী এনামুলের নেতাকর্মীরা ছোট ডালিমা গ্রামের বারেক হাওলাদারের বাড়িতে ঘোড়া মার্কার প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময়ে নৌকা মার্কার প্রার্থী আমির হোসেন ব্যাপারীর ছেলে. মো. আবির হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল বাধা প্রদান ও নানা ধরনের হুমকি দেয়। এক পর্যায়ে নৌকার কর্মী-সমর্থকরা ঘোড়া মার্কার কর্মীদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ঘোড়া মার্কার কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে জহিরুল্লাহ ও মঞ্জুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ডালিমা গ্রামের চৌরাস্তা এলাকায় ঘোড়া মার্কার প্রাচার-প্রচারণা চালানোর সময় প্রচারের অটোরিকশা ও মাইক ভাঙচুর করে এবং পোস্টার ও লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে নৌকার সমর্থকরা। এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী এনামুলের নেতাকর্মীরা ছোট ডালিমা গ্রামের বারেক হাওলাদারের বাড়িতে ঘোড়া মার্কার প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময়ে নৌকা মার্কার প্রার্থী আমির হোসেন ব্যাপারীর ছেলে. মো. আবির হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল বাধা প্রদান ও নানা ধরনের হুমকি দেয়। এক পর্যায়ে নৌকার কর্মী-সমর্থকরা ঘোড়া মার্কার কর্মীদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ঘোড়া মার্কার কমপক্ষে ৫ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে জহিরুল্লাহ ও মঞ্জুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ডালিমা গ্রামের চৌরাস্তা এলাকায় ঘোড়া মার্কার প্রাচার-প্রচারণা চালানোর সময় প্রচারের অটোরিকশা ও মাইক ভাঙচুর করে এবং পোস্টার ও লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে নৌকার সমর্থকরা। এ ঘটনায় ওইদিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।