বাংলারজমিন
ভৈরবে ৮৬ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০২২-০১-২৯
ভৈরব নাটাল মোড় এলাকা থেকে ৮৬ কেজি গাঁজাসহ মাজাহারুল ইসলাম বাবু (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় গাঁজা বহনের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন বলে স্বীকার করেছেন।