বাংলারজমিন

সিলেটে কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২২-০১-২৯

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলামের পরিচালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মাজহারুল হক। গীতা পাঠ করেন মিন্টু চন্দ্র রায় অনুপ্রবত। বার্ষিক সাধারণ সভার শুরুতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদুল হক। অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মো. মাসুদ রানা। বার্ষিক সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, সিনিয়র আইনজীবী খায়রুল ইসলাম চৌধুরী, সুলেমান হোসেন খান, আবু মো. আসাদ, মোহাম্মদ হাসনু চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ, সমিতির সহ-সভাপতি সমর বিজয় শ্রী শেখর, এডভোকেট মো. গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, মো. মহসিন মিয়া, আ.স.ম মুবিনুল হক শাহিন, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, আয়কর আইনজীবী বাহা উদ্দিন বাহার, মো. জাহাঙ্গীর আলম, মিন্টু চন্দ্র রায় অনুপ্রবত, আসাদুর রহমান তারেক, মো. সাইদুর রহমান, ইফতিয়াক হোসেন মনজু, সৈয়দ আব্দুল হামিদ রিপন, সঞ্জয় মালাকার, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সরকারী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু। এ সময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু ও আজমল হোসেন উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমিতির ৬ জন সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় সমিতির বিশেষ সাধারণ সভা সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status