বিনোদন
‘ভোমরা’ নিয়ে হাজির অংকন
স্টাফ রিপোর্টার
২০২২-০২-১৪
চলতি প্রজন্মের সংগীতশিল্পী অংকন ইয়াসমিন। তার কণ্ঠের বেশকিছু ফোক গান এরইমধ্যে প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। আরটিভি ফোক স্টুডিওতে তার কণ্ঠে ‘চেংড়া বন্ধুয়া’সহ বেশকিছু গান আলোচনায় আসে। এবার নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘ভোমরা’। এর কথা ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। আর সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। পানের বাটার ভিতরে যেমন ছোট ছোট কোটরা বা কৌটা থাকে, তেমনি আমাদের এই দেহ রূপ এর ভিতরে রয়েছে হৃদ কোটরা। এই কোটরার মাঝেই বাস করে আমাদের মন ভোমরা। ডানাবিহীন যখন ইচ্ছা যেখানে উড়ে যাওয়া এই অবাক ভোমরা নিয়েই মূলত ‘ভোমরা’ শীর্ষক গানটি করা হয়েছে। গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ হয়েছে গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলে। অংকন গানটি নিয়ে বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি গান। আমার মনে ধরেছে। এরসঙ্গে মিল রেখেই ভিডিওটা করা হয়েছে। আশা করছি গানটি ভালো লাগবে সবার। এদিকে চলতি বছরের প্রথম গান হিসেবেই এ গানটি প্রকাশ হয়েছে অংকনের। এ গানের বাইরেও এ গায়িকা ব্যস্ত রয়েছেন আরও বেশকিছু গান নিয়ে। চলতি বছরজুড়েই নতুন গান নিয়ে হাজির হবেন বলেও জানালেন তিনি। অংকন বলেন, নতুন গানের কাজ হয়ে আছে। আরও কয়েকটি গানের কাজ হবার কথা রয়েছে সামনে। নির্দিষ্ট সময় পরপরই এ বছর গানগুলো প্রকাশ হবে। গানগুলো খুব যতœ নিয়ে তৈরি করছি। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।