বিনোদন
প্রথমবার লন্ডন সফরে অংকন
স্টাফ রিপোর্টার
২০২২-০২-২৭
চলতি প্রজন্মের সংগীতশিল্পী অংকন ইয়াসমীন। বিশেষ করে তরুণদের মধ্যে ফোক গানে বেশ ভালো করছেন এ গায়িকা। এরইমধ্যে তার কয়েকটি গানই প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। বিশেষ করে আরটিভি ফোক স্টুডিওতে তার কণ্ঠে ‘চেংড়া বন্ধুয়া’ গানটি শ্রোতারা পছন্দ করেছেন বেশ। নতুন গানের বাইরেও বছরজুড়েই অংকন ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। নতুন খবর হলো এবার প্রথমবারের মতো লন্ডন সফরে গেলেন এই গায়িকা। সেখানে আইঅন টিভির আয়োজনে দ্য রয়েল রিজেন্সি হলে বিজয়ের উৎসবে গাইবেন অংকন। এরইমধ্যে এ অনুষ্ঠানে গাইতে দু’দিন আগেই দেশ ছেড়েছেন তিনি। এ সফরে তার সঙ্গে আরও রয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান ও বাউল কালামিয়া। অংকন বলেন, এখানে ঠিকঠাকভাবে আসতে পেরেছি। যেহেতু এটা আমার প্রথম লন্ডন সফর, তাই একটু এক্সাইটেড। বিজয়ের খুব সুন্দর একটি আয়োজনে গান গাইতে যাচ্ছি। এর বাইরে যতটুকু সম্ভব লন্ডনের বিভিন্ন স্থান ঘোরার ইচ্ছে আছে। দোয়া করবেন যেন ভালোভাবে এ সফর শেষ করে দেশে ফিরতে পারি। এদিকে ক’দিন আগেই ‘ভোমরা’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে অংকনের। এর কথা ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। আর সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি থেকে কেমন সাড়া মিলছে? এ গায়িকা বলেন, গানটি আমার খুব মনে ধরেছে। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া মিলেছে গানটি থেকে। নতুন গান প্রসঙ্গে অংকন বলেন, নতুন গান কয়েকটি করা আছে। এ গানগুলো চলতি বছর নির্দিষ্ট সময় পরপর প্রকাশের ইচ্ছে রয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।