× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার , ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শওয়াল ১৪৪৫ হিঃ

আবারো আফুসিকে আনছে শেখ জামাল

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

দুর্বল দল নিয়েও কোচ শফিকুল ইসলাম মানিক গত লীগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন। বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে মানিককে বরখাস্ত করে শেখ জামাল। কোচ মানিক বরখাস্ত হওয়ার আগে শুধুমাত্র একটি ম্যাচে হেরেছিল দলটি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের প্রথম লেগে একমাত্র অপরাজিত দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এই দল অপরাজিত রাখার অন্যতম কৃতিত্ব স্প্যানিশ কোচ হুয়ান ম্যানুয়েল মার্টিনেজের। সেই কোচকে বদলে আবার পুরোনো নাইজেরিয়ান জোসেফ আফুসিকে আনছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বর্তমান স্প্যানিশ কোচের ওপর আস্থা ছিল দলটির ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নুর। তাকে রাখারও ইচ্ছে জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা ভালোই খেলেছিলাম প্রথম লেগে।
অনেক ম্যাচে জিতেছি, যে ম্যাচগুলো ড্র করেছি সেগুলোও জেতার মতো ছিলাম। শুধু একটি ম্যাচ হারতে হারতে ড্র করেছিলাম। দল অপরাজিত থাকার পেছনে কোচ ও খেলোয়াড়দের অবদান রয়েছে।’ ক্লাবটির ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল গাফফার পুনরায় আফুসিকে আনার সিদ্ধান্তকে ক্লাবের চেয়ারম্যান মঞ্জুর কাদেরের একক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ্য করে বলেন, ‘পূনরায় আফুসিকে আনার সিদ্ধান্ত সম্পূর্র্ণ কাদের ভাইয়ের। আমরা অনেকেই বর্তমান কোচ ও খেলোয়াড়দের পক্ষে ছিলাম।
 তিনি আফুসির ওপর আস্থা রেখে আনছেন। বিদেশি খেলোয়াড়ও পরিবর্তন করছেন।’ শোনা যাচ্ছে আফুসির সঙ্গে নাইজেরিয়ান ফুটবলারও আসবেন। সলোমন সিল্লাহকে বাদ দেয়ার কথা শোনা যাচ্ছে। আফুসির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ক্লাবের এখনো চুক্তি হয়নি। তাই এখন এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। তবে আশা করছি দুই এক দিনে সব চূড়ান্ত হয়ে যাবে।’ আফুসি ২০১২-১৩ মৌসুমে খেলোয়াড় কাম কোচ হিসেবে এসেছিলেন বাংলাদেশে। এরপর একাধিকবার কোচ হিসেবে বরখাস্ত হয়েছেন আবার তাকে ফেরত এনেছে ক্লাব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর