ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রকমারি

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ে সারলেন অস্ট্রেলিয়ার সমকামী পররাষ্ট্রমন্ত্রী

মানবজমিন ডিজিটাল

(১০ মাস আগে) ১৮ মার্চ ২০২৪, সোমবার, ৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দেশের প্রথম সমকামী নারী সংসদ সদস্য। দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশেকে  বিয়ে করলেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে এবং ফুলের তোড়া হাতে তার এবং সোফির  একটি ছবি পোস্ট করে ওং লেখেন -''আমরা আনন্দিত যে আমাদের অনেক পরিবার এবং বন্ধুরা আমাদের সাথে এই বিশেষ দিনটি ভাগ করে নিতে পেরেছে। ''

দ্য সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, পেনি এবং সোফি প্রায় দুই দশক ধরে একসাথে রয়েছেন এবং  দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডের একটি ওয়াইনারিতে গাঁটছড়া বাঁধেন তাঁরা। ওং সেনেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার  প্রতিনিধিত্ব করেন। সোফি পেনির (৫৫) থেকে সাত বছরের ছোট। তাঁদের দুই কন্যা। অ্যালকজান্দ্রার ১১ এবং হানার বয়স ৮ বছর। আইভিএফ পদ্ধতির মাধ্যমে দুই কন্যার জন্ম। ২০০২ সাল থেকে একজন লেবার সিনেটর, ওং হলেন প্রথম এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি অস্ট্রেলিয়ান মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত হয়েছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহ বৈধতা পায় । সমকামীদের বিয়ের দাবিতে আন্দোলনেও যুক্ত ছিলেন পেনি। এর আগে অস্ট্রেলিয়ার  সমকামী ফুটবলার কাভালো প্রকাশ্যে তাঁর সঙ্গীকে  অন-পিচ প্রস্তাবের পরে বাগদান সারেন । স্টেডিয়ামটি, যদিও খালি ছিল, সেই মুহূর্তের অপরিমেয় ভালবাসা এবং সাহসে পূর্ণ ছিল যখন কাভালো বাগদানের ঘোষণা দিয়ে লেইটনকে প্রস্তাব দেওয়ার জন্য হাঁটু গেড়ে বসেছিলেন। কাভালো  ২০২১ সালে সমকামী হিসাবে প্রকাশ্যে আসেন , গত  বৃহস্পতিবার X-এ একটি পোস্টে সবাইকে চমকে দিয়ে  এ-লিগ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে কাভালো লেখেন -'' পিচে এই বিশেষ মুহূর্তটি ভাগ করে নেওয়া ঠিক মনে হয়েছিল, যেখান থেকে এই  সম্পর্ক  শুরু হয়।"

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

শেষ জামানার লক্ষণ

Lablu Miah
১৭ নভেম্বর ২০২৪, রবিবার, ১:১৮ অপরাহ্ন

মানসিক অসুস্থতা ছাড়া আর কিছু না

habib
৬ এপ্রিল ২০২৪, শনিবার, ৮:২০ পূর্বাহ্ন

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status