অনলাইন
খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার রাত সাড়ে ৮টা গুলশানের বাসায় (ফিরোজা) তিনি যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে গুলশানের বাসভবনে গিয়েছেন বৃটিশ হাইকমিশনার।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত আছেন।
আমিন। আল্লাহ উনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ভারতীয় আধিপাত্যবাদ বিরোধী একজন অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই দেশপ্রেমের মাসুল তিনি দিয়েছেন বাড়ি থেকে উচ্ছেদ হয়ে,হাস্যকর মামলায় দীর্ঘ ২ বছর নির্জন কারাগারে থেকে,গুরুতর অসুস্থতায়ও জামিন না পেয়ে উন্নত চিকিৎসা লাভে ব্যর্থ হয়ে এবং সর্বোপরি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে বাধ্য হয়ে নিঃসঙ্গ জীবন যাপন করে। যে মানুষটি আর বেঁচে ফিরবেন কিনা সে শঙ্কার মধ্যে আল্লাহর কি বিচার তিনি মামলা মুক্ত হলেন,স্বাধীনভাবে ঘরে থাকছেন এবং বিরোধী নেত্রীর কেড়ে নেয়া মর্যাদা পুনরায় পাচ্ছেন। উনার প্রাপ্য সম্মান আল্লাহ উনাকে দিয়েছেন। বিপরীতে হাসিনা পলাতক!! দীর্ঘ বছর পর বেগম জিয়াকে রাজনৈতিক মুডে দেখে অন্য রকম এক ভাল লাগা কাজ করছে। পরম করুণাময় আল্লাহ উনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। এই দোয়া। আমিন।