ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ওবায়দুল কাদের ছিলেন মিতুর গডফাদার

স্টাফ রিপোর্টার
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবারmzamin

সাম্প্রতিক সময়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে চিত্রনায়িকা জাহারা মিতুর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। মিতুকে একাধিকবারই কাদেরের সঙ্গে দেখা গেছে। এমনকি তার প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করতে পর্যন্ত এসেছিলেন এই নেতা। তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের। ‘আগুন’ নামের সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি। তবে শেষ পর্যন্ত অফসাইডের নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও চলছে আলোচনা। ঘন ঘন বিদেশ সফর, পাঁচ তারকা হোটেলে রাতযাপনসহ নানা বিষয় সামনে এসেছে। অনেকের মতে, মিতুর গডফাদার ছিলেন কাদের। এমনকি কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উঠতি নায়িকা। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মিতুর সঙ্গে কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলতে শুরু করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে আলোচনা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমেও বলা হয়েছে, ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিতুর। এমনকি প্রায় রাতেই তাদের দেখা হতো। শুধু তাই নয়, ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের ছবি-ভিডিও এবং ঘনিষ্ঠতা দেখিয়ে অনেক কাজও বাগিয়ে নেয়ার চেষ্টা করতেন তিনি। এই নেতার ছত্রছায়ায় থেকে বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন মিতু। সিনেমায় নিজের প্রভাব খাটাতে থাকেন। এমনকি প্রযোজকদের ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মিতু। পোস্টে তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝেশুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। এদিকে সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মিতু জানিয়েছেন, কোনো পুরুষকেই তার ভালো লাগে না। বিশ্বাস করতে পারেন না তিনি। এক ধোঁকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম-ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার।

 

 

 

পাঠকের মতামত

ক্ষমতা চিরন্তন নয়,এটি জানার পর ও লোভে পড়ে ক্ষমতার জন্য অনেক মানুষ শহীদ করেছে।

মোহাম্মদ এয়াকুব
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১১:১৪ অপরাহ্ন

প্রবল সম্ভবনা আছে, কাউয়া কাদের হয়তো কলঙ্কিনী মিতুর বাসায়ই তার আঁচলের নিচে লুকিয়ে আছে

আকরাম হোসেন মানিক
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৪ পূর্বাহ্ন

জাস্ট একটু কিছু না।

Arshad
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪১ অপরাহ্ন

কাউয়া কাদেরের কুরুচির একটা সীমা থাকা উচিত ছিল।

Mc
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৩৪ অপরাহ্ন

দোষ সব মুরাদ কাকুর একারই।

আলআমিন।
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন

হাসান, কাদের ও তলিয়ে যাচ্ছে/গেছে , তিনি গেছেন বন্ধু? র বাড়ি, বিনোদন হারিয়ে গেছে। হাউন আংকেল ও নাই, ভাতের হোটেল ও বন্ধ। আমি ছাড়া এই ব্যথা কেউ বুঝতে পারবে না।

no name
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩২ অপরাহ্ন

কাকু এই জন্য সকাল বিকাল চুলে কলপ দেয়!

জাহিদ
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:০০ অপরাহ্ন

সিদ্ধ ডিমের শুভেচ্ছা, তোমাকে।

রহমান
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৪ অপরাহ্ন

বাবা তোমার দরবারে সব নিপুনের খেলা।

মোঃ মনিরুল ইসলাম
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৩০ অপরাহ্ন

“এদিকে সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মিতু জানিয়েছেন, কোনো পুরুষকেই তার ভালো লাগে না”। তাহলে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করতে পর্যন্ত এসেছিলেন এই নেতা কেন ? কাদের কাকু কী পুরুষ নন !!!!

মনির
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১২ অপরাহ্ন

উনার বাসায় কি কাউআ লুকিয়ে আছে ? একটু ভাবার বিষয় আছে

জমান
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৯ অপরাহ্ন

বড় বড় নেতারা যে ভাবে নায়িকাদের রক্ষিতা করে রাখতেন তা দেখে রাজনীতিবিদদের প্রতি ঘৃণা চলে আসছে।

Faruk Hossain
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩২ পূর্বাহ্ন

এসো ইসলামের পথে। কোন খারাপ কথা আসবে না।

mokbul
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৪ পূর্বাহ্ন

তুচ্ছ কাজে ও মন্ত্রীরা যেতেন এটি আমাকে আশ্চর্য করত। বহুবার এই কথা লিখেছিলাম। নিজের দায়িত্ব ফেলে রেখে এ কাজ গুরুত্বপূর্ণ হত তাদের কাছে। দেশের বারোটা বাজিয়ে দুর্নীতি করাই যাদের জন্য অগ্রাধিকার ছিল, আমার এই সব মন্তব্য সত্যি অরণ্যে রোদন । এই চোর এখন কোথায় ? নিশ্চয়ই কোন নিরাপদ স্থানে সুরক্ষিত আছে । এটাই আমাদের দেশের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে।

Kazi
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৭:০০ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status