খেলা
রাতে দেশে ফিরছে টাইগাররা, সাকিব যাচ্ছেন কোথায়?
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন
মঙ্গলবার পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। সফল সফর শেষে আজ দুইভাগে দেশে ফিরছে টাইগাররা। দুবাই হয়ে যাঁরা আসছেন, তাঁরা পৌঁছাবেন আজ রাত সাড়ে ১১টায়। আর দোহা হয়ে যাঁরা আসছেন, তাঁরা পৌঁছাবেন রাত ২টা ১৫ মিনিটে। কিন্তু দুই ভাগের কোনো ভাগেই নেই সাকিব আল হাসান।
দেশে হত্যা মামলা হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে আগে থেকে নানা জল্পনা-কল্পনা ছিল। এবার জানা গেলো তিনি আসলেই দেশে ফিরছেন না এখন। তবে হত্যা মামলার জন্য নয় সাকিবের দেশে না ফেরার কারণ কাউন্টি। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে। তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের। ৯ই সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি।ৎ
আগামী ১২ই সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। জানা গেছে সাকিব ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।
সাকিব কে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা বিসিবি’র সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি।
law should be same for all. Nobody can get exemption considering his/her fame
ক্রীড়াবিদ, অভিনেতা, অভিনেত্রী, শিল্পীর কোনো রাজনৈতিক দলে যোগদান করা উচিত নয়। তাদের মর্যাদা এবং জনপ্রিয়তা একজন রাষ্ট্রপতি অথবা একজন প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। তারা যখন কোন রাজনৈতিক দলে যোগ দেয় তখন তারা একটি বিশেষ দলের জন্য ফেভারিট হয় পুরো জাতির জন্য নয়। সুতরাং, উপরের সকলকে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও বেশি করে চিন্তা করা উচিত এবং বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ রহিল।
আমাদের চিন্তা, আমাদের ভাবনা আজকে সঠিক হলো যারা খেলোয়ার, যারা আভিনেত্রী আভিনেতা যারা দেশের খ্যাতনামা নায়ক নায়িকা এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বা বিচারপ্রতি শিক্ষক তাদের মান,সম্মান সম্পন্ন ব্যক্তিবর্গ তাদের কোনো রাজনীতির সাথে জড়িত না হওয়া কারন রাজনীতি এমন একধরনের জিনিস কাহারো পক্ষে বিপক্ষে হলে সমস্যায় পড়তে হয় যেমন বর্তমান সময় যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে কলম যুদ্ধ করেছে তারা কিন্তু বিপদে মধ্যে আছে, আজ যদি সেই আওয়ামী সরকার ছাত্র আন্দোলনকে দমন করতে পারতো তাহলে আজকে যারা ছাত্র আন্দোলনের পক্ষে যুদ্ধ করেছি এ আওয়ামী সরকার ছাত্র জনতাকে মিড়িয়াকে বাসা বাড়ীতে থাকার কথাতো দুরে রাস্তায় হাটতে দিতো না, একারনে এদেশের রাজনীতি ভালো জিনিস নয়।
সাকিবাল জঘন্য, বর্বর গণহত্যাকারী আম্লিগ সরকারের ডামি নির্বাচনের অবৈধ এমপি, সুবিধাভোগী এবং গণহত্যাকারীদের দোসর । সাকিবাল গণহত্যাকারী সরকারের এমপি হয়ে গণহত্যার দায় এড়াবে কিভাবে? সাকিবাল যে কি পরিমাণ বাটপার, ধূর্ত, অনৈতিক, ও অপকর্মের কাজে জড়িত তা সবাই জানে। সে শাস্তি কোনভাবেই এড়াতে পারবেনা। হত্যা মামলার আসামী হিসেবে বাহিরে থাকতে হলে অন্তত তাকে জামিন নিতে হবে। নাকি সাকিবের বেলায় কোন আইন নেই? এরকম জঘন্য অপরাধী ও হত্যা মামলার আসামী কোনভাবেই বাংলাদেশের জাতীয় দলে প্রতিণিধিত্ব করতে পারেনা। সাকিবাল কে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা বিসিবি’র সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি।