খেলা
এবার বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন
চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ। ১৯ই সেপ্টেম্বর শুরু হওয়া এবারের সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। কয়েকদিন আগে টি-টোয়েন্টি সিরিজে হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে জানালী, টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে একই দল।
গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় আওয়ামীলীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানপোড়েন চলছে। এর মধ্যেই বাংলাদেশের ভারত সফরে এই জোড়া হামলার হুমকি এলো।
হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার সংবাদ প্রচার করা হচ্ছে। যদিও ফ্যাক্টচেকে উঠে আসে এসবের প্রায় অনেকগুলোই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত।
এবারে সফর শুরু হবে ১৯শে সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। ২৭শে সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ৬ি অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ই অক্টোবর।
বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডাঃ জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে জয়বীর ভরদ্বাজ বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে... মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।’
এই খবরে দ্বিতীয় টেস্টে ভেন্যু পরিবর্তনের চিন্তাও করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।
তারতের মত কট্টর মৌলবাদী রাস্ট্রের হুমকির বিপরীতে সফর বাতিল করা হোক।
Actually they remembered 2007 world cup!!!
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের উচিত ভারত সিরিজ বাতিল করা।
BCB উচিৎ বাংলাদেশ ক্রিকেট দলের ভারতীয় সফর স্থগিত করা। কেননা যেহেতু একটা হুমকি দিয়েই বসেছে,,, সেখানে না যাওয়াই ভালো। বাংলাদেশ ক্রিকেট দল ভারতীয় সফর চলাকালীন সময়ে যদি কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়,,,,যদি কোন খেলোয়াড় হতাহত হয় এর দায়ভার সম্পন্ন বিসিবিকে নিতে হবে।
বিসিবি’র উচিত এ সিরিজ বাতিল করা।
সীমান্তে বিএসএফ হিন্দু বাচ্চা গুলি করে মারে আর হিন্দুদের জন্য আলগা পিরিত দেখায়
নিসিবির উচিত এ সিরিজ বাতিল করা।
Please cancel india trip for security of our cricket team.
যদি ভারত সরকার এই সাম্প্রদায়িক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে তবে বিসিবি'র উচিৎ সিরিজ বাতিল করা।
একজন কমেন্টকারী অসাধারন কথা বলেছেন। ক্রিকেট আসলে ভারত নির্ভর খেলা । এই খেলা থেকে আমাদের সরে আসতে হবে অথবা নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। এমনেই পৃথিবীতে খুব একটা আহামরি পরিচিত খেলা না ক্রিকেট , খামোখা এখানে কর্মঘণ্টা ব্যয় করা উচিত না।
বিসিবির উচিত ইমিডিয়েটলি এই সিরিজ বাতিল করা।
ভারত নিভরশীল, বড়লোকের খেলা ক্রিকেট বন্ধ করে দিতে হবে ধীরে ধীরে।
সিরিজ বাতিল করা হোক।
ভারত সিরিজ বাতিল করা হউক। যদি ভারত সরকার এসব হুমকি দাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারে, তখন দেখা যাবে, ভারত সফর করা যায় কি না? ভারত বরাবরই সাম্প্রদায়িকতাকে রাস্ট্রীয় পৃষ্টপোষকতা করে। আর মাথাব্যথা দেখায়, আমাদের দেশে সাম্প্রদায়িক উষ্কানি দিয়ে।
এবার কি তারা ক্রিকেটের মাঠে পরাজয়ের আশংকায় আছে। ভয়ে কাপে কাপুরষ লড়ে যায় বীর।
বাংলাদেশের পারফর্ম ভালো তো, হেরে যাওয়ার ভয়ে ভারত বিভিন্ন তালবাহানা
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের উচিত ভারত সিরিজ বাতিল করা।