দেশ বিদেশ
দুর্ঘটনায় নিহত ছাত্রদল-যুবদল নেতার কবর জিয়ারতে গউছ
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারহবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদল যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ। গতকাল দুপুরে বিএনপি নেতাকর্মীদের নিয়ে শায়েস্তাগঞ্জে তাদের কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে ধৈর্যধারণের অনুরোধ জানান। জানা যায়, শনিবার রাত ৯টায় উপজেলার চণ্ডিছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা দুজন মোটরসাইকেলে চা বাগান এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। রাতে তারা সাতছড়ির দিক থেকে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চণ্ডিছড়া চা বাগানে মাজারের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।