খেলা
নাহিদ রানাকে সামলাতে যাকে ক্যাম্পে ডাকলো ভারত
স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারপাকিস্তান সফরে রীতিমতো গতির ঝড় বইয়ে দেন নাহিদ রানা। এই বাংলাদেশি পেসারের তোপের মুখে অস্বস্তিতে ছিলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটাররা। আগামী ১৯শে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নাহিদ রানাকে সামলাতে অনুশীলনে একই স্টাইলের আরেক বোলারকে ডেকে নিয়েছে ভারত। সাধারণত নতুন বলের সেশন পার হলে ব্যাটাররা একটু রিল্যাক্স মুডে থাকেন। কারণ বল পুরোনো হলেও গতিও কিছুট কমে আসে। কিন্তু এখানেই নাহিদ রানা ব্যতিক্রম। পুরোনো বলে আক্রমণে এলেও শুরু থেকেই ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। এমনকি সেটা মাঝেমধ্যে ১৫০তেও পৌঁছে যায়। ফলে এই ডানহাতি পেসারকে নিয়ে বাড়তি চিন্তায় আছে ভারত। নাহিদ রানার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চির বেশি, এর উপর বোলিং স্টাইলও হাই আর্ম। পাকিস্তান সিরিজে দুই টেস্ট মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। এরমধ্যে দ্বিতীয় টেস্টে নিয়েছেন ৫টি। তবে তার বলে পাকিস্তানি ব্যাটারদের অস্বস্তি ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। এটা দেখে ভারত আগেভাগেই প্রস্তুতি নেয়া শুরু করেছে। প্রথম টেস্টের আগে চেন্নাইয়ে ৪ দিনের ক্যাম্প করছে ভারত। যেখানকার নেটে বোলিং করতে দেখা গেছে গুরনুর ব্রার নামের এক পেসারকে। পাঞ্জাবের এই পেসারের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি, তার অ্যাকশনও নাহিদ রানার মতো। গুরনুর এখন পর্যন্ত পাঞ্জাবের হয়ে খেলেছেন পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ। আইপিএলে পাঞ্জাব কিংস টিমে আছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে রেকর্ড আহামরি নয়, মাত্র সাতটা উইকেট। তবে তার গতি আর হাই আর্মের কারণে তাকেই ক্যাম্পে ডেকেছে ভারত।