ঢাকা, ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

প্রকাশ পাচ্ছে শারদীয় সংখ্যা ‘মা তোর মুখের বাণী’

মানবজমিন ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, সোমবার
mzamin

সাংস্কৃতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাহিত্য সাময়িকীর শারদ সংখ্যা ‘মা তোর মুখের বাণী’ প্রকাশিত হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু দুই বাংলাই নয়, বিশ্বের সব বাঙালির মধ্যে সাংস্কৃতিক, সামাজিক, বাণিজ্যিক, বৌদ্ধিক সম্পর্ক দৃঢ় করতে বছর ছয়েক আগে ভাব আদান প্রদানের জন্য যে আন্তর্জালিক মঞ্চ তৈরি হয়েছিল, সেই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এখন একটি মহিরূহ। ১৩২টি দেশের বাঙালিরা ভাব বিনিময় করে থাকেন এই মঞ্চের মাধ্যমে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাঙালি বম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, ভাষাবিদ পবিত্র সরকার, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জির পাশাপাশি বাংলাদেশের বিশিষ্ট গুণীজন প্রয়াত আনিসুজ্জামান, প্রয়াত আব্দুল গফ্‌ফার চৌধুরীরা ছিলেন এই মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য। ওয়ার্ল্ড ওয়াইড মঞ্চের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, প্যারিস নিবাসী চিত্রশিল্পী শাহাবুদ্দিন, আমেরিকা থেকে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ, ইংল্যান্ড থেকে কবি শামীম আজাদ ও চিকিৎসক ইমতিয়াজ আহমেদের মতো কৃতি ব্যক্তিবর্গ। শারদ সংখ্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মলগ্ন থেকেই বাঙালিদের এই মঞ্চ পৃথিবীর যেখানে যেখানে বাঙালি রয়েছেন, তাদের সাহিত্যের রস চেটেপুটে খাওয়ার জন্য প্রকাশ করছে তাদের আন্তর্জালিক শারদীয় সংখ্যা ‘মা তোর মুখের বাণী’। ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে বসবাসকারী ৭৬ জন বাঙালির লেখায় সমৃদ্ধ এই সাহিত্য পত্রিকা। প্রবন্ধ, নিবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা, রম্যরচনা নিয়ে সাজানো হয়েছে পত্রিকাটি। লেখকদের মধ্যে বেশ কয়েকজন প্রথিতযশা। কিছু নতুন। পেশায় কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউ গৃহবধূ, কেউ আবার কর্পোরেট সংস্থার আধিকারিক। একইসঙ্গে কলকাতা, ঢাকা, লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, মেলবোর্ন ও টরেন্টো থেকে প্রকাশিত হবে পত্রিকাটি। এটুকুই শুধু বলতে পারি এই পত্রিকাটি না পড়লে কিছু একটা হারাবেন। বিশ্বের সব বাঙালির কাছে পৌঁছে যেতে পারে একমাত্র ‘মা তোর মুখের বাণী’। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় জানান, গত বছর বিশ্বের ১৩২টি দেশের ৫০ হাজার বাঙালি এই পত্রিকাটি পঢ়েছেন। বছর বছর আরও বেশি করে লেখা আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status