ঢাকা, ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মার্কিন নির্বাচন

আগাম ভোট দিলেন প্রেসিডেন্ট বাইডেন, কেমন হবে আগামী দিনের আমেরিকা

হেলাল উদদীন রানা, যুক্তরাষ্ট্র থেকে

(১ সপ্তাহ আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৮:২১ অপরাহ্ন

mzamin

বিশ্বের চোখ এখন আমেরিকার দিকে।মাত্র ৬ দিন পর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের এযাবৎ কালের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন।সাবেক প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্প পুনরায় জিতলে কী হবে ? অভিবাসীদের জন্য কী বন্ধ হয়ে যাবে স্বপ্নের দুয়ার ? কেমন হবে আগামী দিনের আমেরিকা এমন প্রশ্নে চলছে নানা আলোচনা।তবে কমালা নির্বাচিত হলে ইতিহাসে আমেরিকা পাবে একজন প্রথম নারী প্রেসিডেন্ট।আর গনতন্ত্র ও সংখ্যালঘু সম্প্রদায় পেতে পারে তুলনামূলক সুরক্ষা।

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ঘৃণা,বর্ণ বিদ্বেষ ও বিভক্তি বহুগুণে ছড়িয়ে পড়বে সেটা ২৭ অক্টোবর নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাঁর সমাবেশ থেকেই আভাস পাওয়া গেছে ।

২৮ অক্টোবর সোমবার কমালাকে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।নিজ রাজ্য ডেলাওয়ারে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।প্রেসিডেন্টের আগে লাইনে হুইল চেয়ারে ছিলেন একজন বৃদ্ধা।

ভোট প্রদানের পর সমবেত সাংবাদিকরা ট্রাম্পের নিউইয়র্কের সমাবেশ নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট বলেন,খুবই বিব্রতকর।তিনি বলেন,নির্বাচনে কমালা জয়লাভ করবেন।

ট্রাম্পের নিউইয়র্কের সমাবেশে ট্রাম্পের সমর্থকের বর্ণ বিদ্বেষী বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।সমাবেশে ট্রাম্প সমর্থক কমেডিয়ান টনি হিঞ্চক্লিফ পুর্তোরিকানদের আবর্জনার সাথে তুলনা করে বলেন,সাগরের মাঝখানে আবর্জনার একটি দ্বীপ রয়েছে।এটাকে পুর্তোরিকো বলা হয়।এই কৌতুক অভিনেতা ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপকারী এবং ল্যাটিনোরা কেবল সন্তান জন্ম দেয় বলে উল্লেখ করেন।তিনি কৃষাঙ্গদেরও কটাক্ষ করেন।নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি জুলিয়ানী ফিলিস্তিনিদের আক্রমণ করে বলেন,তাদের ২ বছর বয়সে আমাদের হত্যা করতে শেখানো হয়।এইসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুর্তোরিকান ও ল্যাটিনোরা।নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হকুল এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, এমন বক্তব্যে তিনি হতবাক।পুরো সমাবেশ ছিল ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তৃতায় ভরা।

ডনাল্ড ট্রাম্প তাঁর বক্তৃতায় বলেন,নির্বাচিত হলে প্রথমদিনেই তিন আমেরিকার ইতিহাসের সর্ববৃহৎ ডেপোটেশন প্রোগ্রাম কার্যকর করবেন।তিনি বলেন,আমেরিকা দখল হয়ে গেছে।তিনি নির্বাচিত হলে আমেরিকাকে দখলমুক্ত করবেন। এসময় সাবেক ফাষ্টলেডি মেলানিয়া ট্রাম্পও মঞ্চে উপস্হিত ছিলেন।সভায় অন্যান্যের মধ্যে বিলিয়নিয়ার টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কও বক্তৃতা করেন।

ডনাল্ট ট্রাম্পে ও তাঁর সমাবেশে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস বলেছেন,এটা নতুন কিছু নয়।তিনি সব সময় ঘৃনা, বিদ্বেষ ও সমাজে বিভেদ বিভাজন সৃষ্টি করে চলেছেন।এবিসি/ইপসোস নতুন জরিপের ফলাফল বলছে,ডেমোক্রাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ৪ শতাংশ সমর্থনে জাতীয় পর্যায়ে এগিয়ে আছেন। কমালা হ্যারিস ৫১ এবং ডনাল্ট ট্রাম্পের ৪৭ শতাংশ সমর্থন রয়েছে।

সিএনএন/এসএসআরএস জরিপের একটি ফলাফলে জানা গেছে,জাতীয় ভাবে ৬৯ শতাংশ ভোটার মনে করেন হারলে নির্বচনের ফলাফল প্রত্যাখান করতে পারেন  সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ভাবাস মিলছে।সুইং রাজ্যগুলোয় এবার ফলাফল নির্ধারণ হবে খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে।দুই পক্ষের কপালে পরিলক্ষিত হচ্ছে চিন্তার ভাঁজ।

কমালা হ্যারিস আজ ২৮ অক্টোবর সমাবেশ করেছেন ব্যাটেল গ্রাউন্ড মিশিগানের এ্যান আরবারে।ডনাল্ট ট্রাম্প ছিলেন অপর ব্যাটেল গ্রাউন্ড জর্জিয়ায়।
ইতিমধ্যে প্রায় ৫ কোটি ভোটার স্বশরীরে বা ডাকযোগে ভোট দিয়ে ফেলেছেন।ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহিত করছেন উভয় শিবির।আগামী ৫ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

মার্কিন নির্বাচন: ইলেকটোরাল কলেজ ভোট/ ট্রাম্প ২৭৭, কমালা ২২৬

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status