ঢাকা, ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির, সভাপতি রাফি, সম্পাদক মুহিব

জাবি প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবারmzamin

দীর্ঘ ৩৫ বছর পর প্রকাশ্যে এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখার ছাত্রশিবির। এতে সভাপতি হারুনুর রশিদ রাফি, সম্পাদক মুহিবুর রহমান মুহিব। মঙ্গলবার জাকসু সচলসহ ক্যাম্পাসে অংশগ্রহণমূলক রাজনীতির দাবি জানিয়ে সংগঠনটির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা। সভাপতি রাফি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী। আর সম্পাদক মুহিব বাংলা বিভাগের বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ। বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনয়ন, গবেষণামুখী শিক্ষাব্যবস্থার বাস্তবায়ন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশ ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে ছাত্রশিবির কাজ করে যাবে।
নেতৃবৃন্দ বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী দুঃশাসনের দরুন রাজনীতির সংজ্ঞাই পাল্টে গেছে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি চাই। চব্বিশের শহীদদের আশা-আকাঙ্ক্ষার আলোকে চলমান রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক সংস্কার হোক। ছাত্ররাজনীতির এ যৌক্তিক সংস্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, বিবৃতিতে শুধু সভাপতি, সম্পাদক এবং প্রচার সম্পাদকের নামই এসেছে।
 

পাঠকের মতামত

ফ্যূাসিষ্ট ছাড়া সবাইকে ওয়েলকাম.

এন এম
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৩ অপরাহ্ন

সেকুলার চুলকানি শুরু হইছে।

শাইখ
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৩ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার ল্যাসপ্যান্সাররা বাদে এদেশে সকলের রাজনীতি করার অধিকার আছে।

MD REZAUL KARIM
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮ পূর্বাহ্ন

এখন আর নব্বই দশকের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির নিষিদব্য করার যৌক্তিক কারন দেখি না বর্তমান বাস্তবতায় রগ কাটা রাজনিতী অচল সেটা শিবির নিশ্চিয় বুঝতে পেরেছে আধুনিক সমাজে এখন এসব করে সমস্ত পৃথিবী থেকে রাজনৈতিক দল হিসাবে নিষিদব্য হয়ে যাবে।কাজেই এই প্রজন্মের রাজনিতী করার অধিকার নিষিদব্য ছাত্রলীগ বাদে সবার থাকা উচিত এবং পূর্বের ভুলের জন্য জামাত শিবিরকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে কাফফারা দিতে হবে।

Mustafa Ahsan
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৭:১৬ পূর্বাহ্ন

জাবিতে শিবির ওপেন হওয়াতে বাম ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ মিছিল করেছে । হায়রে ! কি আদর্শিক দৈন্যদশা বামদের !! শিবির কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা সেই পুরনো পথে হাটছে ।

ভেসেল
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১০ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status