ঢাকা, ১৪ জুলাই ২০২৫, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

হাসিনাকন্যাকে বাদ দিয়ে ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

(৮ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৫ অপরাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় সরকার। তার পরিবর্তে যাতে সরকার সরাসরি যোগাযোগ করতে পারে সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ইতোমধ্যে চিঠিও দেয়া হয়েছে। এতে হাসিনাকন্যার বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি অভিযোগে মামলার বিষয়টি উল্লেখ করা হয়। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে দ্রুত পদক্ষেপ নেয়, সেটা সরকারের পক্ষ থেকে চাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এখানে ইস্যুটা এথিক্যাল। আর্থিক অপরাধসহ কিছু অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে তো তার সঙ্গে কাজ করার প্রশ্নই আসে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, সেটাও আমাদের জানাতে বলেছি। এ সময় উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যেন বাংলাদেশ সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আঞ্চলিক পরিচালকের মাধ্যমে যোগাযোগ করতে না হয়। তিনি বলেন, বর্তমানে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি এখানে আঞ্চলিক পরিচালক আছেন সায়মা ওয়াজেদ পুতুল, তিনি আমাদের জন্য ডিসফাংশনাল। তার বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা হয়েছে, এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে যে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয় এবং বাংলাদেশ সরাসরি যোগাযোগ করতে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে। সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর বলেন, গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। এই প্রক্রিয়াও (ফিরিয়ে আনার) চলছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

পাঠকের মতামত

Current Govt . needs to withdraw her Representation of Bangladesh / Support .

Nam Nai
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৩ অপরাহ্ন

সঠিক সিদ্ধান্ত।

নজরুল ইসলাম
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

প্রশংসনীয় উদ্যোগ ।

Haider Ali
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০০ পূর্বাহ্ন

খেলা হবে....... না শুরু হয়ে গেছ.......

Towhidul HASSAN
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৬:০৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status