বিশ্বজমিন
ট্রাম্পকে বিশ্ব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৬ নভেম্বর ২০২৪, বুধবার, ৩:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন
আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান নেতা ডনাল্ড ট্রাম্প। পেয়েছেন ভূমিধস জয়। আর এতে বেশ খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাইতো ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে মোটেও কালক্ষেপণ করলেন না। ট্রাম্পকে উদ্দেশ্য করে এক্সের এক পোস্টে মোদি লিখেছেন, ‘হে বন্ধু ডনাল্ড ট্রাম্প, আপনার ঐতিহাসিক জয়ের জন্য হৃদয় নিংরানো শুভেচ্ছ।’ এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানিয়ে মোদি বলেছেন, আপনার (ট্রাম্পের) আগের মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে পুনরায় আরও শক্তিশালী করার জন্য উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি।’
ওদিকে টাইমস অব ইসরাইলের এক খবরে বলা হয়, ট্রাম্পের জয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা। ইংরেজিতে লেখা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘ইতিহাসে মহান হয়ে ফিরে আসার জন্য শুভেচ্ছা। নেতানিয়াহু আরও বলেন, ‘হোয়াইট হাউসে আপনার (ট্রাম্পের) ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা যার মাধ্যমে ইসরাইল ও আমেরিকার মধ্যে প্রতিশ্রুতিশীল ঐক্য বজায় থাকবে। এটি একটি বিশাল বিজয়!’ বিবৃতিতে স্বাক্ষরের উপরে নেতানিয়াহু লেখেন, সত্যিকারের বন্ধুত্বের জন্য।
বিশ্বের পরবর্তী নেতা হিসেবে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনিও ট্রাম্পের বিজয়কে ‘ঐতিহাসিক বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় জানিয়ে স্টারমার বলেছেন, ‘আমি সামনের বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ ট্রাম্পকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রবৃদ্ধি, নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রযুক্তি থেকে শুরু করে সকল বিষয়ে আটলান্টিকের উভয় তীরে সমৃদ্ধের ধারা অব্যাহত থাকবে।’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পের বিজয়কে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে তার ভূমিধস জয়ের জন্য অভিনন্দন। বিশ্ববাসীর জন্য এটি একটি প্রয়োজনীয় বিজয় বলেও উল্লেখ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
মানবতা বিরোধী দুই দুর্বৃত্ত আগে আগে শুভেচ্ছা জানিয়েছে!
আহ কী যে হবে.........