ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষিদ্ধের আইন প্রণয়ন করবে অস্ট্রেলিয়া

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন সিদ্ধান্তের কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের লক্ষ্য করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে, যা আমি বরাবরই বলে আসছি।’ তিনি মনে করেন শিশুদের এই অবস্থা থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের কোনো বিকল্প নেই।  অ্যালবানিজ বলেন, ‘এ বছরেই সংসদে এ বিষয়ে একটি আইন প্রবর্তন করা হবে।’ আইন প্রণেতাদের অনুমোদনের ১২ মাসের মধ্যেই আইনটি কার্যকরেরও কথা জানান তিনি। অ্যালবানিজ বলেন, ‘উদ্ভূত এই সমস্য মোকাবিলায় আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই।’ এক্ষেত্রে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিষয়টি পরিবারের উপর ন্যস্ত করা হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের উপর দায়িত্ব ন্যস্ত করা হবে বলে জানানো হয়েছে। অ্যালবানিজ বলেন, ‘আইন কার্যকর হওয়ার পর তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর উপর। তারা শিশুদের সোশাল মিডিয়া পরিচালনা রোধে কি পদক্ষেপ নিচ্ছে সে বিষয়টি পর্যবেক্ষণে থাকবে।

পাঠকের মতামত

We strongly support it

Robi
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪২ অপরাহ্ন

Most Welcome , we also need to take same steps

সাইফুল ইসলাম
৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:০১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status