অনলাইন
ট্রাম্পকে জামায়াত আমীরের অভিনন্দন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। শফিকুর রহমান বলেন, গত ৫ই নভেম্বর আমেরিকার জনগণ ডনাল্ড ট্রাম্পকে আমেরিকার ৪৭-তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি আমেরিকার জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি, তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়।
আওয়ামীলীগ ভাবে এরা যেমন বিরোধি দলে থাকলে গণতান্ত্রিক আর সরকারে গেল স্বৈরতান্ত্রিক হয়ে যায় তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আর ডেমোক্রেটরাও তাদের মতই করে। আসল চিত্র হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এরা নির্বাচনের মাঠে স্বৈরাচারী আচরন করলেও ক্ষমতায় গেলে গণতান্ত্রিক হয়ে যায় তাই পতিত আওয়ামীলীগের ট্রাম্পকে নিয়ে প্রত্যাশা গুড়েবালি হয়ে যাবে। গণতন্ত্রের পাদপীঠ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগন তাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে স্বচ্ছতার সাথে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করে যেখানে ডেমোক্রেট দলেরও কোন উষ্মা নাই। তাই জনমতের জয়কে যেমন জামায়াতে ইসলামী শ্রদ্ধাভরে সম্মান করে তেমনি জয়ী প্রার্থীকেও আন্তরিক ভাবে অভিনন্দন জানায়। এটাই জামায়াতের নীতি এবং আদর্শ।