খেলা
টেস্ট সিরিজের আগে চেন্নাইয়ের একাডেমিতে রাচিনের অনুশীলন করা নিয়ে প্রশ্ন
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:০০ অপরাহ্ন
ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হার, ২৪ বছর পর হোয়াইটওয়াশ। সম্প্রতি টেস্টে ভারতকে এমন তেতো অভিজ্ঞতা দিয়েছে নিউজিল্যান্ড। দলটির অলরাউন্ডার রাচিন রবীন্দ্র আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। টেস্ট সিরিজ শুরুর আগে চেন্নাইয়ের একাডেমিতে অনুশীলন করেন তিনি। এতেই ক্ষেপেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। চেন্নাইকে মনে করিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের আগে আসে দেশ।
আইপিএল ক্রিকেটের সংস্কৃতিই বদলে দিয়েছে। এখন ভিনদেশি ক্রিকেটাররাও ভারতীয়দের কাছে নির্দিষ্ট আইপিএল দলের খেলোয়াড় হিসেবে পরিচিতি পান। গেলো ভারত সফরে চেন্নাইয়ে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে নিয়েও উন্মাদনা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর সমর্থকদের কাছে তারা সবাই নিজেদের দলের খেলোয়াড়। গেলো ওয়ানডে বিশ্বকাপেও দেখা গেছে চেন্নাইয়ে মিচেল স্যান্টনারসহ ফ্র্যাঞ্চাইজিটিতে খেলা খেলোয়াড়দের জার্সি পড়ে মাঠে গেছেন সমর্থকরা।
ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা অবশ্য ভারতীয় আর বিদেশি খেলোয়াড়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সূক্ষ্ম পার্থক্য রাখতে পরামর্শ দিয়েছেন। তার মূল অভিযোগের তীর চেন্নাইয়ের দিকে। টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের একাডেমিতে নিউজিল্যান্ডের রাচিনকে অনুশীলন করতে দেওয়াতেই ক্ষুব্ধ তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রবিন বলেন, ‘রাচিন রবীন্দ্র এখানে এসে সিএসকের একাডেমিতে অনুশীলন করেছে। সিএসকে দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি, তারা সব সময়ই খুব ভালোভাবে নিজেদের খেলোয়াড়দের দেখভাল করে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ের আগে যেখানে আপনার দেশ, সেখানে একটা সীমারেখা থাকাই উচিত। বিশেষ করে সেই খেলোয়াড়টি যদি বিদেশি হয় এবং এখানে এসে আপনার দেশের বিপক্ষে খেলে।’
সিরিজে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রাচিন রবীন্দ্র। ৫১.২০ গড়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। আছে একটি করে সেঞ্চুরি ও ফিফটি। সিরিজ শেষে উথাপ্পার কাছে মনে হয়েছে রবীন্দ্রই ফলে পার্থক্য গড়ে দিয়েছেন, আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস তাকে নিজেদের একাডেমিতে বিশেষভাবে অনুশীলনের সুযোগ করে দেওয়ায়।
রবিন বলেন, ‘আমি নিশ্চিত করেই সিএসকে–কে ভালোবাসি। কিন্তু প্রশ্নটা যখন দেশের, একটা সীমা থাকা উচিত, যেটা আপনি অতিক্রম করবেন না। প্রস্তুতির ওপর ভিত্তি করে রাচিন রবীন্দ্র দারুণ ব্যাটিং করেছে। (ভারতে) বিদেশি খেলোয়াড়দের খেলা অন্যতম সেরা ইনিংস খেলেছে। (বেঙ্গালুরুর) ওই ধরনের উইকেটে ১৫৭ বলে ১৩৪ রান, এটা ছিল নিখুঁত ব্যাটিং। এরপর সে দেখিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ সে।’