বাংলারজমিন
ঘাটাইলে ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারটাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ছাত্রজনতার উপর পুলিশের সহযোগিতায় গুলি বর্ষণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার নাম মাহমুদুর রহমান আলিফ (৩২)। সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল-৩ এর ছাত্রলীগের প্রধান সমন্নয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হল শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর ঝাপিয়ে পড়া হেলমেট বাহিনীর মুলহোতা ও গুলিবর্ষণকারী। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় আনেহলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান আলিফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন মানববন্ধনে অংশ নেয়া আগতরা।