বাংলারজমিন
বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা
সদরঘাটে আওয়ামী লীগ নেতা আটক
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারকুমিল্লার দেবিদ্বারে চাঞ্চল্যকর বিএনপিকর্মী সিদ্দিকুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আমির হোসেনকে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। বুধবার সন্ধ্যায় সদরঘাট এলাকায় নৌকায় করে পালানোর সময় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে আমির হোসেনকে জেলহাজতে পাঠানো হয়। তিনি ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউপি সদস্য।
এ ঘটনার বিবরণে পুলিশ জানায়, ঘাতক আমির হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন এবং তার গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিল। সদরঘাট এলাকায় নৌকায় করে পালানোর খবর পেয়ে নৌ-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের ভাই কাউছার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য আবুল কালামের ভাগিনা পরিচয়ে এলাকায়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। তার ভয়ে কেউ মুখ খোলারও সাহস করতো না। একটি সালিশ বৈঠকে প্রকাশ্যে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। দেবিদ্বার থানার ওসি মো. খালিদ সাইফুল্লাহ বলেন, তাকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হয়েছে। পরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ই আগস্ট একটি সালিশ বৈঠকে আওয়ামী লীগ নেতা আমির হোসেনের নেতৃত্বে তার দলবল নিয়ে বিএনপিকর্মী মো. সিদ্দিকুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেনকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন।