বাংলারজমিন
চবি কর্মচারী কায়ছারকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের
হাটহাজারী প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এএফ রহমান হলের কর্মচারী কায়ছার হামিদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চবি এএফ রহমান হল গেট তালা দিয়ে বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ওই সময় কর্মচারী কায়ছার হামিদকে চবিতে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছে, অফিস সহকারী কায়ছার হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমরা জানি যে একটা হলের জন্য এক কোটি টাকা বাজেট হয়। সবগুলো হলে মধ্যে সংস্কার কাজ হয়েছে। কিন্তু একই বাজেট হওয়ার পরেও এএফ রহমান হলের মধ্যে ন্যূনতম কোনো সংস্কার কাজ হয় নাই। সমপ্রতি আমাদের হলের এক স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এএফ রহমান হলের দীর্ঘদিনের ঐতিহ্যকে ক্ষুণ্ন করেছে। সুতরাং আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে কায়ছার হামিদকে এই ক্যাম্পাস ও হল থেকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এএফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ডক্টর মো. তসলিম উদ্দিন বলেন, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আবাসিক শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান করেন। আমি তাদের দাবিগুলোর আমলে নিয়েছি। তাদের দেয়া অভিযোগটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ই নভেম্বর মানবজমিনে প্রকাশিত ‘যেভাবে কোটিপতি চবির পিয়ন কায়ছার’ শিরোনাম শীর্ষক সংবাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এএফ রহমান হলের কর্মচারী কায়ছার হামিদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার ফেসবুক গ্রুপে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে আসে। শিক্ষার্থীরা এনিয়ে তার লিখিত অভিযোগ নিয়ে চবি এএফ রহমান হলের সামনে বিক্ষোভ করেন।