বাংলারজমিন
মিরসরাইয়ে কৃষকদের প্রণোদনা বিতরণ উদ্বোধন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারচট্টগ্রামের মিরসরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও নগদ অর্থ সহায়তা, চাষযোগ্য হাইব্রিড সবজি বীজ, সার অর্থ সহায়তা রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মিরসরাই উপজেলা কনফারেন্স হলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।