দেশ বিদেশ
বিএনপি’র র্যালি আজ
স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে এদিন কর্মসূচি সফল করতে সর্বোচ্চ ভূমিকা রাখতে বলা হয়েছে। বিএনপি’র কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আজ বেলা আড়াইটায় র্যালি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কাওরান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। র্যালির পূর্বে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক বলেন, এদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর ধরে যখন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চলেছে তখনো ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ঢল নামতো। আর এখন তো এ দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন, স্বস্তি পাচ্ছেন। এ অবস্থায় বিএনপি’র ঘোষিত কর্মসূচিতে সমর্থক শ্রেণি ছাড়াও একেবারে সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হবে।