ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

প্ল্যান্টেশন সেক্টরে মাত্র ৯০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

আরিফুল ইসলাম, মালয়েশিয়া
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

আজ হোম মিনিস্টার দাতুক সেরি সাইফুদ্দিন নাসিশন ইসমাইল জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ডিসেম্বরের মধ্যে ২৫ লাখ কর্মী নিয়োগের সীমা অনুযায়ী হোম মিনিস্ট্রি (কেডিএন) নতুন বিদেশি কর্মী কোটাগুলো স্থগিত করেছে।
তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় ২৪.১ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত সীমা ছুঁতে প্রায় ৯০,০০০ এর মতো কোটা খালি রাখছে।
দেশটির মালয় মেইল জানিয়েছে ‘এই সীমা দেশের মোট কর্মী সংখ্যা ১ কোটি ৭০ লাখের ওপর নির্ভর করে, যা অর্থ মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত। মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা ২৫ লাখের বেশি হওয়া উচিত নয়। বর্তমানে এই সীমার নিচে মাত্র ১ লাখ অবশিষ্ট থাকায়, কেডিএন সেপ্টেম্বরে নতুন কোটাগুলো ইস্যু করা বন্ধ করে দিয়েছে,’ তিনি কেডিএন’র টাউন হল ডায়লগ সেশনে এসব কথা বলেন। তিনি আরও জানান, মন্ত্রণালয় সেপ্টেম্বর থেকে নতুন আবেদনগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এবং কৃষি, বাগান, উৎপাদন, নির্মাণ ও সেবা এই পাঁচটি খাতে চাহিদা পুনর্মূল্যায়নের জন্য ত্রৈমাসিক পর্যালোচনা করা হচ্ছে।
যাইহোক, তিনি উল্লেখ করেন যে এই পাঁচটি খাতের মধ্যে কৃষি ও বাগান খাতের শ্রমিক সংকট রয়েছে। ‘স্থগিতাদেশ সত্ত্বেও, এই খাতগুলোতে শ্রমিক সংকট সমাধানের জন্য আলোচনা চলছে,’ তিনি আরও যোগ করেন।


প্ল্যান্টেশন ও কমোডিটি মন্ত্রী দাতুক সেরি জোহারি আবদুল গনি আগেই এই খাতে শ্রমিক আনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন, যেখানে এখনো প্রয়োজনীয় কর্মী সংখ্যা পূরণ হয়নি।
তিনি আরও জানান যে, কেডিএন এবং মানবসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে আরও আলোচনা করতে সম্মত হয়েছে, যাতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো শ্রমিকের চাহিদা যাচাই করতে পারে।
তিনি বলেন, বিশেষ করে পাম তেল ও রাবার শিল্পে কোম্পানিগুলোর প্রয়োজনীয় কর্মী সংখ্যা নিশ্চিত করার জন্য সংস্থাগুলো প্রমাণ দেবে, তারপর নতুন অনুমোদন দেয়া হবে।
সাইফুদ্দিন আরও জানান, প্রয়োজন হলে অবশিষ্ট ১ লাখের কিছু অংশ যা ইতিমধ্যে অব্যবহৃত আবেদন বা পুনরায় নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পূরণ করা যেতে পারে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status