বাংলারজমিন
নতুন তিন উপদেষ্টার অপসারণ দাবিতে একাই রাজপথে বিএনপি নেত্রী
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
১৩ নভেম্বর ২০২৪, বুধবারঅন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাজশাহীর রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার দুপুরে নগরের সাহেববাজার এলাকায় গলায় ব্যানার নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরওয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই’ লেখা ব্যানারটি নিয়ে তিনি নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান। পরে সাধারণ মানুষকে প্রদর্শন করার পর বড় মসজিদ চত্বরে তিনি এতে আগুন জ্বালিয়ে দেন।
এ সময় টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।
Faroqi is not a popular person of a major community of Bangladesh.
Sobai-k nia mathe namen. Ata mene neya jaina. K selection kore??? Take dhoren, kono char noy.
স্যালুট জানাই হে বীর