বাংলারজমিন
ছাত্র আন্দোলনে অংশ নেয়া ৮ শিক্ষককে বহিষ্কার, শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২ ডিসেম্বর ২০২৪, সোমবারচট্টগ্রাম নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের ৮ শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এই শিক্ষকদেরকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমানের ইন্ধনে বহিষ্কার করা হয়েছে। গতকাল দুপুরে পুরান চান্দগাঁও থানার কলেজের সামনে এ কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও শিক্ষকদের হয়রানি এবং ৮ জন শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্তের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের অভিযোগ, ছাত্রদের হয়রানি-হত্যার হুমকি এবং বিভিন্ন শিক্ষকদের বাসায় গিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এসবের পেছনে ইন্ধনদাতা হিসেবে রয়েছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমান। তারা জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে দিয়ে এসব করিয়ে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছেন মুজিবুর রহমান। শিক্ষার্থীদের দাবি, দ্রুত বিশৃঙ্খলা পরিস্থিতির অবসান এবং যে ৮ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে তাদের পুনর্বহাল করা হোক। এ সময় কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান তারা। এর আগে ২৪শে নভেম্বর হাজেরা তজু ডিগ্রি কলেজের আটজন শিক্ষককে বিভিন্ন অভিযোগে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। তারা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মঈনুল ইসলাম, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ছাবের উদ্দীন, গণিত বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক একেএম নাজমুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক সৈয়দ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল হাসান, রসায়ন বিভাগের প্রভাষক নুরুল আবছার ও বাংলা বিভাগের প্রভাষক মো. জমশেদ উদ্দিন চৌধুরী।
তদন্ত করে ঘটনা সত্য হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
এডহক কমিটি বহিষ্কার করতে পারে না।